প্রকাশিত: Tue, Jun 11, 2024 3:00 PM
আপডেট: Sat, May 3, 2025 4:54 AM

ভারতকে রাজ্যভিত্তিক আঞ্চলিকতা থেকে মুক্ত করতে পারেনি কোনো রাজনৈতিক দল

রবিউল আলম

ভারতকে রাজ্যভিত্তিক আঞ্চলিকতা থেকে মুক্ত করতে পারেনি কোনো রাজনৈতিক দল। নেহেরু থেকে নরেন্দ্র মোদি নিয়ে রাজনৈতিক ব্যবসা প্রতিষ্ঠেনে পরিণিত করে নিয়েছে আঞ্চলিক দলগুলো। সর্বশেষ ব্যবসায়ী হাতিয়ার হয়েছে চন্দ্র বাবু নাইড়ু ও নিতীশ কুমার। ভারতের জনগণকে বোকা বানাতে ইন্ডিয়া এক্য মঞ্চ গড়ে ওঠার পেছনে মমতা, নিতিশের ভূমিকা ছিলো অগ্রভাগে। বামকে রাম দেখাতে ইন্ডিয়া থেকে বেরিয়ে মমতা ত্রিমুখী লড়াইয়ে অবতীর্ণ হলেন। বামকে দুইটা, কংগ্রেসকে চারটা সিট ছাড় দিলে দ্বীমুখী লড়াইয়ে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য আসন নিয়ে বিদায় ঘণ্টা বাজাতে পারতেন। নিতীশ কুমার ইন্ডিয়াতে বিহার শূন্য, বদরুদ্দীন আজমল আসামশূন্য করে দিতে পারতেন। 

দিল্লির জনগণ বুঝতে পারলো না, ত্রিপুরা জনগণ ধর্মের রাজনীতি ছাড়তে পারলো না। এই নির্বাচনের বড় চমক আমার কাছে। ত্রিপুরার জনগণের কাছে ধর্মের চেয়ে মানুষ সত্য, বাঙালি জাতির এক্যের প্রতিক হয়েছিলো আমাদের স্বাধীনতা সংগ্রামে, ত্রিপুরার বাম সরকার ও জনগণের কাছে মুক্তির সংগ্রামের ঋণ অপরিশোধিত। তারা ধর্মের রাজনীতিতে কীভাবে জরিয়ে গেলো। বিস্ময় না হয়ে পারছি না। দুইটি সিট নিয়ে কেন্দ্রে দরকষাকষির করতে পারবেন না, চন্দ্র বাবু নাইড়ু ও নিতীশ কুমারের মতো। মোদির নড়বড়ে সরকারকে এবার নাকে রশি দিয়ে ঘুরাবে জোট শরিকরা, মূল্য দিতে হবে দেশ ও জাতিকে। দুর্বল সরকারকে নিয়ে বহিঃবিশ্ব ও ক্ষুদে রাজনৈতিক দলগুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করবে, সেই জ্বালা সইতে হবে ভারতীয় জনগকে। ধর্মব্যবসয়ী কি শুধু নরেন্দ্র মোদি?  বদরুদ্দীন আজমল, ওয়াইসি, আব্বাস সিদ্দিকীদের বাদ দিবেন কীভাবে? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ কী ধর্মের বাইরে? ধর্মের রাজনীতি এখন বিশ্বজুড়ে। বাংলাদেশের জনগণ ধর্মের রাজনীতিকে গ্রহণ করেনি, বাঙালি জাতীয়তাবাদের ঐক্যের ও উন্নয়নের প্রতীক হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে উদাহরণ। ভারতের জনগণ কবে বাংলাদেশ ও বাঙালি জাতি কাছ থেকে দীর্ঘস্থায়ী শক্তিশালী সরকার গঠনের শিক্ষা নেবে? রাজনৈতিক ব্যবসায়ীদের কাছ থেকে মুক্ত হবে? না হয় পরাশক্তি আপনাদের শান্তিতে থাকতে দেবে না। তবে এ কথা সত্য, ভারতে দল বদল হয়, ক্ষমতার পরিবর্তন হয়, নীতি-আদর্শ বিক্রি হয়। নির্বাচন প্রত্যাখ্যান ও ভোট নিয়ে  প্রশ্ন তোলা হয় না। লেখক: মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি